শুরু হোক নতুন সুযোগের দিগন্ত
মার্কেটপ্লেস ছাড়াই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাওয়ার
সিক্রেট স্ট্র্যাটেজি
আমি শেয়ার করবো ক্লায়েন্ট হান্টিং কোর্সে
ফ্রিল্যান্সিং শুরু করার সময় অনেকেই শুনে থাকেন, “Fiverr বা Upwork-এ গিয়ে কাজ খুঁজো।” যদিও এটি একটি প্রচলিত উপায়, বাস্তবতা হলো, নতুন ফ্রিল্যান্সারদের জন্য এই প্ল্যাটফর্মগুলোতে প্রথম ক্লায়েন্ট পাওয়া বেশ চ্যালেঞ্জিং।
আপনার প্রোফাইল হাজারো প্রতিযোগীর মাঝে হারিয়ে যেতে পারে। যেহেতু অনেক অভিজ্ঞ ফ্রিল্যান্সারও একই প্ল্যাটফর্মে কাজ খুঁজছেন, নতুনদের জন্য প্রজেক্ট জেতা প্রায়শই দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। প্রতিটি প্রজেক্টে বিড করতে হয়, প্রোফাইল আকর্ষণীয় করতে হয়, এবং প্রমাণ করতে হয় যে আপনি দক্ষ। এই প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে তুলে ধরতে গিয়ে অনেকেই হতাশ হয়ে পড়েন।
বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনার মতো আরো হাজারো ফ্রিল্যান্সার বা সার্ভিস প্রোভাইডারের প্রোফাইল রয়েছে। আপনাকে সেখানে তাদের সাথে জব পোস্টগুলোতে প্রতিযোগিতা করতে হয়। হাজারো প্রোফাইলের ভিড়ে আপনার প্রোফাইলটি যদি ক্লায়েন্টের চোখে না পড়ে, তাহলে সেখান থেকে কাজ পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে আপনি যদি আউট অব মার্কেটপ্লেসে ক্লায়েন্টকে ভালোভাবে পিচ করতে পারেন তাহলে ব্যাপারটা আপনার জন্য অনেক সহজ হয়ে যায় ।

বারবার রিজেকশন হওয়া হতাশাজনক। তবে এর পেছনে লুকিয়ে থাকতে পারে আপনার প্রাইসিং মডেল, প্রোফাইল অপটিমাইজেশন, বা প্রজেক্ট পিচিংয়ের ভুল কৌশল। আমরা এই চ্যালেঞ্জগুলো কীভাবে কাটিয়ে উঠতে হয় এবং ক্লায়েন্টদের সাথে কিভাবে একটি ট্রাস্টেড সম্পর্ক তৈরি করতে হয়, তা শেখাব।

মার্কেটপ্লেসের প্ল্যাটফর্মগুলো প্রায়ই আয়ের একটি বড় অংশ ফি হিসেবে কেটে নেয়। এটি অনেক ফ্রিল্যান্সারের জন্য হতাশার কারণ। আমরা যেহেতু শিখব কীভাবে মার্কেটপ্লেসের বাইরের ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায়, তাই এ ফি এড়ানো এখন সম্ভব হবে।

আউটরিচ ইমেইলগুলোর কোনো জবাব না পাওয়া মানে সেখানে কিছু ঘাটতি আছে। এটা হতে পারে আপনার মেসেজের ভুল টোন, অসম্পূর্ণ মেসেজ, বা ভুল টার্গেটিং। আপনি এ কোর্সে শিখবেন কীভাবে সঠিকভাবে ইমেইল কপি লিখতে হয় যা ক্লায়েন্টদের দৃষ্টি আকর্ষণ করবে এবং রিপ্লাই পাওয়ার সম্ভাবনা বাড়াবে।

ক্লায়েন্ট না থাকার মানে এই নয় যে আপনার স্কিল কম। এটা হতে পারে সঠিক মার্কেটিং ও নেটওয়ার্কিং কৌশলের অভাব। আপনার প্রতিভা বা দক্ষতা থাকা সত্ত্বেও যদি কাজ না পান, তবে এর কারণ হতে পারে আপনার আউটরিচ স্ট্র্যাটেজি বা প্রোফাইল অপটিমাইজেশনের ঘাটতি। আমরা দেখাব কীভাবে সঠিক পদ্ধতিতে ক্লায়েন্টদের কাছে পৌঁছাতে হয় এবং তাদের প্রয়োজন বুঝে অফার করতে হয়।
Hello,
আমি মোঃ তৌফিকুল আলম তনয়, (Toufiq Tonoy)
Co-Founder,
SEO and Business Analyist of Beetech Solution, Communications and
Marketing Manager of Tangelic (Greenenergy for NGO) & Strategic Communications Manager of Resolve36
ফ্রিল্যান্সিং
শুরু করার সময়, আমারও ধারণা ছিল যে কাজ খুঁজতে হলে Fiverr, Upwork বা
Freelancer-এর মতো প্ল্যাটফর্মেই যেতে হবে। হাজারো প্রতিযোগীর মাঝে নিজেকে
প্রমাণ করার এই লড়াই প্রথমদিকে বেশ কঠিন লেগেছিল। প্রজেক্ট জেতার জন্য
প্রচুর বিড করতাম, কিন্তু কাজ পাওয়া যেন সোনার হরিণ হয়ে উঠেছিল। আমি উপলব্ধি করলাম, শুধু মার্কেটপ্লেসের উপর নির্ভর করলে সফল হওয়া কঠিন। তাই আমি নিজেকে প্রশ্ন করলাম—“আরও কি কোনো সহজ, কার্যকর এবং প্রতিযোগিতামুক্ত পদ্ধতি আছে?”
এভাবেই আমার যাত্রা শুরু হলো ক্লায়েন্ট হান্টিং করার।আমি
রিসার্চ করলাম, বিভিন্ন পদ্ধতি পরীক্ষা করলাম এবং এমন কিছু প্ল্যাটফর্ম ও
কৌশল আবিষ্কার করলাম যেগুলোতে প্রতিযোগিতা অনেক কম। এখানে আমি সরাসরি
ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারি এবং নিজের সার্ভিসের প্রাইসিং আরও
ভালোভাবে নির্ধারণ করতে পারি।“ক্লায়েন্ট হান্টিং জার্নিতে আমি আপনাকে শেখাব আমার বাস্তব অভিজ্ঞতায় প্রমাণিত টিপস, যা আপনাকে আপনার স্কিল অনুযায়ী ক্লায়েন্ট পেতে সাহায্য করবে।”
আমাদের এই কোর্সটি এমনভাবে
তৈরি করা হয়েছে, যা আপনাকে মার্কেটপ্লেসের বাইরে কাজ খুঁজে পেতে এবং
ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে সরাসরি কাজ করার দক্ষতা অর্জন করতে
সাহায্য করবে। এখানে আপনি শিখবেন কীভাবে ক্লায়েন্টের সামনে নিজেকে তুলে
ধরবেন এবং গ্লোবাল মার্কেট থেকে কাজ পাবেন, যা আপনার আয় ও ক্যারিয়ারকে নিয়ে
যাবে নেক্সট লেভেলে।
আমাদের ক্লায়েন্ট হান্টিং কোর্স অন্যদের থেকে আলাদা
আমাদের এই কোর্সটি হবে আপনার ইনভেস্টমেন্টের সেরা রিটার্ন।কারণ একটি কৌশল শিখেই পেতে পারেন প্রথম ক্লায়েন্ট।
“শিখুন আমার বাস্তব অভিজ্ঞতায় প্রমাণিত টিপস, যা আপনাকে সফলতার পথে নিয়ে যাবে।”

আমাদের কোর্সের ইন্সট্রাক্টর ইন্ডাস্ট্রিতে বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং নিজে একজন সফল ফ্রিল্যান্সার।

আমাদের কোর্সটি কেবল সাধারণ থিওরি না, বরং প্রুভেন স্ট্র্যাটেজি নিয়ে সাজানো, যা সরাসরি আপনাকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট খুঁজে পেতে সাহায্য করবে।

প্রতিটি মডিউল ডিজাইন করার আগে ইন্ডাস্ট্রি রিসার্চ করা হয়েছে, যা ফ্রিল্যান্সিং এবং আউট অব মার্কেটপ্লেস কাজের জন্য সময়োপযোগী।

আমাদের কোর্সে আপনি পাচ্ছেন কোল্ড ইমেইল, মেসেজ এবং কভার লেটার লেখার জন্য AI প্রম্পট এবং টেমপ্লেট।

আপনি জানতে পারবেন আমি কিভাবে মার্কেটপ্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট হান্ট করি তার বাস্তব উদাহরণ।

যেহেতু আপনি কোর্সে জয়েন হচ্ছেন ,তাই আপনি যুক্ত হতে পারছেন একটি স্পেশাল কমিউনিটির সাথে।যেখানে আপনি পাবেন আমার এবং অন্যান্য সফল স্টুডেন্ট যারা তাদের ক্লায়েন্ট খুঁজে পেয়েছে তাদের কেস স্টাডি বা স্ট্র্যাটেজি ।

সাধারণ মার্কেটপ্লেসের কাজের তুলনায় আউট অব মার্কেটপ্লেস কাজের জন্য বেশি পেমেন্ট পাওয়া যায়। আমরা আপনাদের শিখাবো কিভাবে সরাসরি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে হয়, যাতে কোনো তৃতীয় পক্ষের ফি ছাড়াই কাজ করতে পারেন।

স্টুডেন্টরা একটি শক্তিশালী নেটওয়ার্কের অংশ হতে পারে, যেখানে তারা পারস্পরিক তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারে।

আপনার কাজের পদ্ধতি কীভাবে সহজ ও প্রোডাক্টিভ করবেন তা নিয়ে বিস্তারিত জানবেন এই কোর্সে।

কোর্সের উদ্দেশ্য শুধু শেখানো নয়, বরং নিশ্চিত করা যে ছাত্ররা কোর্স শেষ করার পর অন্তত একজন ক্লায়েন্ট পাবে।

যে টিপস , ট্রিকস এবং কৌশলগুলো আপনি শিখবেন,সেগুলো বাস্তবে প্রমাণিত এবং প্রচুর ফ্রিল্যান্সার ইতোমধ্যেই এ সকল কৌশল সফলভাবে কাজে লাগিয়েছেন।

আমরা বিশ্বাস করি আপনার যদি স্কিল থাকে এবং আপনি যদি আমাদের গাইডলাইন সঠিকভাবে ফলো করেন তাহলে আপনি কোর্সের পেছনে যা ইনভেস্ট করছেন তার চেয়ে শতগুণে বেশি রিটার্ন পাবেন।
লাইফটাইম জব প্লেসমেন্ট সাপোর্ট
যতদিন জব না পাচ্ছেন, ততদিন পাশে থাকবো আমরা এবং পুশ করবো জব সিকিউর করতে
কোর্স করবার আগে প্রশ্ন করুন কারিকুলাম নিয়ে
একটি কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়ই হলো তার কারিকুলাম, তবে এটা সত্য অনেকেই তাদের কোর্সে শিক্ষার্থীদের ভর্তি করাবার আগে না দিয়ে থাকে প্রপার কারিকুলাম, না দিয়ে থাকি প্রপার টপিক বেইজড আউটলাইন, না দিয়ে থাকে টপিক লিস্ট। তবে তারা আশ্বাস দিয়ে থাকে সবকিছু একদম বেসিক টু এডভান্স শিখাবে, যেটি আমি বা কেউ ই চাইলেও কখনো এক কোর্সে পারবোনা। একজন শিক্ষার্থী হিসেবে এটি আপনার অধিকার আপনি যেই কোর্সের জন্য পেমেন্ট করছেন, তার কারিকুলাম এবং টাইমলাইন জেনে নেয়া।
© 2019 - 2025 MK IT INSTITUT. All Right Reserved. | Design & Development By :- MK IT INSTITUTE.